vettinglands.com

English

ম্যাপে মাপযোগ
মৌজা ম্যাপ হইতে জমির পরিমান বাহির করার ক্যালকুলেটর-

সরেজমিনে জমির পরিমান এবং মৌজা ম্যাপে জমির পরিমান সঠিক আছে কিনা বুঝতে চাইলে মৌজা ম্যাপে আপনার জমি কতটুকু আছে জানতে হবে। প্রথমে ইঞ্চি স্কেলের সাহায্যে মৌজা ম্যাপের জমির বাহুগুলোর পরিমাপ ইঞ্চিতে বাহির করিতে হইবে। কোন বাহুর দৈর্ঘ্য ১ ইঞ্চি থেকে কম হইলে সেক্ষেত্রে ১ ইঞ্চিকে মনে মনে ১০০ ভাগ করতে হইবে।

নীচের ছকে পূরণ করে মৌজা ম্যাপে চতুর্ভুজ আকৃতির জমির ক্ষেত্রফল বাহির করতে পারবেন ।

মৌজা ম্যাপের চতুর্ভুজ আকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্যালকুলেটর

প্রথম বাহু দ্বীতীয় বাহু
তৃতীয় বাহু চতুর্থ বাহু

নীচের ছকে পূরণ করে মৌজা ম্যাপে ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল বাহির করতে পারবেন।

মৌজা ম্যাপের ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্যালকুলেটর

প্রথম বাহু দ্বীতীয় বাহু তৃতীয় বাহু