vettinglands.com

English

সরেজমিনে মাপযোগ
সরেজমিনে মাপযোগ বাহির করার ক্যালকুলেটর-

অনেক অভিজ্ঞ লোক আছেন যারা জমির আইল বরাবর হাটতে থাকেন এবং প্রত্যেক পায়ের পাতা গুনতে গুনতে জমির আইল কত ফুট তার আনুমানিক পরিমান বাহির করতে পারেন। ৪টি আইল আছে এমন জমির তথা একটি চতুর্ভুজ আকৃতির জমির ক্ষেত্রফল বাহির করতে হলে সরেজমীনে মাপযোগ করে প্রথমে ৪ টি আইল বা ৪ টি নিতে হবে। অতপর বাহুর দৈর্ঘ্যের পরিমাপগুলো বসিয়ে আপনার জমির ক্ষেত্রফল বিভিন্ন এককে বাহির করতে পারবেন । সরেজমীনে মাপযোগের সময় অনেক ক্ষেত্রে ফুটের সাথে কিছু বাড়তি অংশ ইঞ্চিতে আসে । ক্ষেত্রফল বাহির করার সময় ইঞ্চিকে ফুটে পরিনত করতে হয়। ইঞ্চি ও ফুটের সম্পর্ক:-

ইঞ্চি ও ফুটের সম্পর্ক

১ ইঞ্চি = ০.০৮ ফুট; ২ ইঞ্চি = ০.১৬ ফুট; ৩ ইঞ্চি = ০.২৫ ফুট;
৪ ইঞ্চি=০.৩৩ ফুট; ৫ ইঞ্চি=০.৪১ ফুট; ৬ ইঞ্চ=০.৫ ফুট;
৭ ইঞ্চি=০.৫৮ ফুট; ৮ ইঞ্চি= ০.৬৬ ফুট; ৯ ইঞ্চি=০.৭৫ ফুট;
১০ ইঞ্চি= ০.৮৩ ফুট; ১১ ইঞ্চি=০.৯১ ফুট; ১২ ইঞ্চি =১ ফুট।

৪টি আইল আছে এমন জমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্যালকুলেটর

প্রথম বাহু বা প্রথম আইল দ্বীতীয় বাহু বা দ্বীতীয় আইল
তৃতীয় বাহু বা তৃতীয় আইল চতুর্থ বাহু বা চতুর্থ আইল

৩ টি আইল আছে এমন জমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্যালকুলেটর

প্রথম আইল দ্বীতীয় আইল তৃতীয় আইল